যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবরে ১৯ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে।
ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ–পশ্চিমে টেনেসির হামিপ্রজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ কারখানায় এই বিস্ফোরণ ঘটে। বিমান থেকে তোলা ঘটনাস্থলের ভিডিওতে ধ্বংসাবশেষ, দুমড়ে–মুচড়ে যাওয়া গড়ি এবং কারখানাটির অবশিষ্ট অংশ দেখা গেছে। খবর বিডিনিউজের।
‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ সামরিক কাজে, মহাকাশের কাজে ব্যবহারের জন্য কিংবা পরিত্যক্ত স্থাপনা ভেঙে ফেলার কাজে ব্যবহুত যন্ত্রাংশ ও সামগ্রীর বাজারের জন্য বিস্ফোরক তৈরি, উন্নয়ন ও মজুদ করে থাকে। কারখানাটির ওয়েবসাইটে একথা বলা আছে। টেনিসির বাস্কনর্টে কারখানাটির ১৩০০ একরের সদর দপ্তরে আছে ৮টি উৎপাদন ভবন ও একটি কোয়ালিটি ল্যাব।