নেটফ্লিক্স সিরিজ নিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভ, ইলন মাস্কের মন্তব্যে শেয়ারমূল্যে ধস!

সাম্প্রতিক সময়ে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া কোরিয়ান সিরিজ ‘Genie, Make a Wish’ মুসলিম বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছে। সিরিজটির নায়ক চরিত্রের নাম ‘Iblis’, যা ইসলামে শয়তানের প্রতীক হিসেবে পরিচিত। মুসলিম দর্শকদের অভিযোগ, ধর্মীয় বিশ্বাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

এই বিতর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে #CancelGenie এবং #BoycottNetflix হ্যাশট্যাগে বয়কট আন্দোলন। অনেক মুসলিমপ্রধান দেশের দর্শক নেটফ্লিক্স থেকে সিরিজটি সরানোর দাবি তুলেছেন। তাঁদের অভিযোগ, “Iblis” নামটি রোমান্টিক বা নায়কোচিত চরিত্রে ব্যবহার করা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

তবে সিরিজটির নির্মাতারা বলেছেন, পুরো গল্পটি দেখলে ভুল ধারণা কেটে যাবে। তাদের দাবি, চরিত্রটির নাম ব্যবহার করা হয়েছে প্রতীকী অর্থে, ধর্মকে বিদ্রূপ করার জন্য নয়।

এদিকে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। নিজের এক্স (আগে টুইটার) অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “Cancel Netflix”। তাঁর অভিযোগ, নেটফ্লিক্সে প্রকাশিত অনেক কনটেন্টে ‘ওয়োক’ বা নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে। মাস্কের এ মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয় এবং এক সপ্তাহের মধ্যে নেটফ্লিক্সের শেয়ারমূল্য প্রায় ৫ শতাংশ কমে যায়।

ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতা উপেক্ষার অভিযোগে বর্তমানে কঠিন চাপে রয়েছে নেটফ্লিক্স। আন্তর্জাতিক সমালোচনার মুখেও এখনো সিরিজটি সরায়নি প্রতিষ্ঠানটি। তবে বিতর্ক ঘিরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সিরিজটির নির্মাতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *