চট্টগ্রামের কর্ণফুলী টানেলের অভ্যন্তরে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে দুর্ঘটনায় টানেলের ক্ষয়ক্ষতি হয়নি। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ ঘটনা ঘটে। ।
কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল জানান, একটি যাত্রীবাহী বাস পতেঙ্গা প্রান্ত থেকে যাত্রী নিয়ে আনোয়ারা প্রান্তের দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে বাসটি উল্টে যায়। এতে ৩ থেকে ৪ জন আহত হয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর নয়। তাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। টানেলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।