চট্টগ্রামে মধ্যরাতে সশস্ত্র হামলায় কিশোর গুলিবিদ্ধ, আহত ৩

চট্টগ্রামের সদরঘাটের পূর্ব মাদারবাড়ি এলাকায় মধ্যরাতে সশস্ত্র হামলায় এক কিশোর গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন— নুরুদ্দিন (২৪), আরমান (২৫), সাইফুল (২০) এবং গুলিবিদ্ধ কিশোর রিয়াদ হাসান (১৫)। এদের মধ্যে গুলিবিদ্ধ রিয়াদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় মাদক ব্যবসা বিস্তার নিয়ে দ্বন্দ্বে এই ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযানও চলমান রয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করলে আমরা মামলা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *