বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে আসা: ক্রীড়া উপদেষ্টার প্রতিক্রিয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে এসেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার প্রার্থিতা প্রত্যাহারের পর গণমাধ্যমের সঙ্গে আলাপে তামিম বলেন, “মাঠের ক্রিকেটে ফিক্সিং বন্ধের আগে বিসিবি নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন।”

তামিমের এই বক্তব্যের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জবাব দিয়েছেন, “ফিক্সিংটা তামিম ভাইরা-ই করতে চেয়েছেন। তবে সেখানে ব্যর্থ হয়েছেন।” তিনি এই মন্তব্যটি যমুনা টিভির সঙ্গে আলাপে করেন।

আসিফ মাহমুদ আরো বলেন, “আমাদের কাছে কিছু কলরেকর্ড ও ডকুমেন্টসও রয়েছে, যেখানে বলা হচ্ছে, যদি নির্বাচন করেন, ৬ মাস পরে পরিণতি ভোগ করতে হবে। এটি জাতীয় নির্বাচনের পর কাউকে হুমকি দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করার ইঙ্গিত।”

এদিকে, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখনও এনএসসি কোটায় ২ পরিচালক নির্ধারিত হয়নি। ক্রীড়া উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেছেন যে, একটি পক্ষ নির্বাচন ভন্ডুল করতে চেষ্টা করবে। তবে, নির্বাচনের স্বার্থে তিনি যেকোনো পক্ষের সঙ্গে বসতে প্রস্তুত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *