প্রবীর মিত্রকে শ্রদ্ধা জানাতে চালু হলো ওয়েবসাইট

বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেতা প্রবীর মিত্র ৫ জানুয়ারি না-ফেরার দেশে চলে গেলেও তার অভিনয় জীবন ও স্মৃতিগুলো আজও রয়ে গেছে দর্শকদের মনে। ১৯৪১ সালে জন্ম নেওয়া প্রবীর মিত্রের দীর্ঘ ও সফল ক্যারিয়ারে তিনি অনেক কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন। তার মৃত্যুতে বাংলা সিনেমার এই কিংবদন্তিকে স্মরণ করতে সম্প্রতি তার ছেলে মিথুন মিত্র এক বিশেষ উদ্যোগ নিয়েছেন।

নতুন প্রজন্মের কাছে প্রবীর মিত্রের কাজ ও জীবনের গল্প তুলে ধরতে ‘অ্যাক্টর প্রবীর মিত্র’ নামের একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ওয়েবসাইটে অভিনেতার জন্ম, বেড়ে ওঠা, ক্যারিয়ারের বিভিন্ন দিক এবং কিছু অদেখা স্থিরচিত্রও রয়েছে, যা প্রবীর মিত্রের প্রতি শ্রদ্ধা জানাতে সহায়তা করবে। সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে মিথুন মিত্র এই ওয়েবসাইট চালুর খবরটি জানান।

মিথুন মিত্র বলেন, “ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো আমার বাবাকে মনে রাখেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। বাবাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে, এরই অংশ হিসেবে ওয়েবসাইটটি চালু করা হয়েছে।”

প্রবীর মিত্রের অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’ ইত্যাদি। প্রবীর মিত্রের অভিনয় শক্তি ও চলচ্চিত্রে তার অবদান বাংলা সিনেমার ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *