সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির ২০ দফা প্রস্তাবকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমর্থন জানিয়েছেন — খবর বিবিসি ও আল-জাজিরা।
নেতানিয়াহু বলেন, তিনি বিশ্বাস করেন এই প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি আনার পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার দিকে একটি বড় পদক্ষেপ। তিনি আরও উল্লেখ করেন, এটি শুধু অঞ্চলের জন্যই নয়, আন্তর্জাতিক পর্যায়ে ক্ষেত্রেই গুরুত্ব বহন করে। নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানিয়ে বলেন, প্রস্তাবটি ইসরাইলের যুদ্ধের লক্ষ্যগুলো পূরণ করবে — ইসরাইলের বন্দিদের ফিরিয়ে আনা, হামাসের সামরিক সক্ষমতা ও রাজনৈতিক শাসনকে অসক্রীয় করা এবং ভবিষ্যতে গাজাকে ইসরাইলের জন্য হুমকি থেকে মুক্ত রাখা।
প্রস্তাব অনুযায়ী হামাস সম্মতি দিলে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সকল জিম্মি মুক্তি পাবে; গাজার নিয়ন্ত্রণ হামাস ছাড়বে এবং সেখানে আমেরিকা, ইউরোপ ও আরব দেশগুলোর অংশগ্রহণে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যার প্রধান দায়িত্বে থাকবেন ট্রাম্প। গাজার জনগণ তাদের ভূমিতেই থাকবে; কাউকে জোরপূর্বক অন্য দেশে পাঠানো হবে না।
ট্রাম্প দাবি করেছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণে আরব দেশগুলো সহায়তা করবে এবং হামাসের সুড়ঙ্গসহ সব অবকাঠামো ধ্বংস করা হবে। তিনি সতর্ক করে বলেন, আরব দেশগুলো যদি হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তাহলে ইসরাইল একা এ কাজ সম্পন্ন করবে এবং যুক্তরাষ্ট্র তা সমর্থন করবে। হামাসকে তিনি হুমকি দিয়েছেন — প্রস্তাব না মানলে বা সম্মতি দিয়ে আবার সরে গেলে ইসরাইল তাদের নির্মূলের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে; প্রয়োজনে কঠোরভাবে।