ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫: আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও অনলাইন বৈঠক ঠেকাতে সরকারের তরফ থেকে দুটি অ্যাপস ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অ্যাপস দুটি হলো টেলিগ্রাম এবং বোটিম, যা পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর বাংলাদেশে বন্ধ করে দেওয়া হবে।
গতকাল (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত উপস্থাপন করা হয়। জানা গেছে, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ভার্চুয়াল বৈঠক পরিচালনা করছেন এবং দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির জন্য বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। এসব বৈঠকে টেলিগ্রাম এবং বোটিম অ্যাপস ব্যবহার করা হচ্ছে।
গত ২৪ সেপ্টেম্বর রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার হওয়া ২৪৪ জন নেতাকর্মীর মধ্যে প্রায় দেড় শতাধিক ব্যক্তি এই দুটি অ্যাপস ব্যবহার করে ভারতে থাকা তাদের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এই তথ্যের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় এবং টেলিগ্রাম ও বোটিম অ্যাপসের ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর বাংলাদেশে এই দুটি অ্যাপস পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।