চট্টগ্রামে ঈগল পরিবহনের দুই বাসের সংঘর্ষে ৮ যাত্রী আহত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়ার আমজুর হাট এলাকায় ঈগল পরিবহনের দুই বাসের সংঘর্ষে ৮ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঈগল পরিবহনের একটি বাস দ্রুত গতিতে পিছন থেকে অপর একটি বাসকে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

আহত ৮ জন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে নোয়াখালী জেলার মো. সুমন (৩৩), আবদুল বারেক (৪০), চট্টগ্রাম নগরীর তুলাতলী এলাকার নেছার (৪৫), মোস্তফা (৩৮), পটিয়ার ছনহরার আবু তাহের (৬০), চন্দনাইশ উপজেলার রওশন হাট এলাকার রাশেদা (২৩), সিলেটের মঈনুদ্দিন (২৫) এবং জুনায়েদ (২৭) রয়েছেন। এর মধ্যে নেছারকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সাবরিনা বলেন, “আহত ৮ জনকে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে এবং নেছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”

ক্রসিং হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দীন জানান, “এই ঘটনায় একটি বাস আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, ঈগল পরিবহন দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে চলাচল করছে এবং অনেক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের বাস মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে, কারণ তাদের গতি অত্যন্ত উচ্চ এবং নিরাপত্তা বিধির প্রতি তেমন গুরুত্ব দেওয়া হয় না, যা প্রতিনিয়ত দুর্ঘটনার জন্য দায়ী।

এ ঘটনায় সড়ক নিরাপত্তা বিষয়ক আরও আলোচনা শুরুর পাশাপাশি ঈগল পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *