চট্টগ্রামে বিশেষ অভিযানে ডাকাতি মামলার দুই অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার হয়েছে গাড়ির যন্ত্রাংশ ও স্মার্টফোন

চট্টগ্রাম: আকবরশাহ থানা পুলিশের এক বিশেষ অভিযানে সম্প্রতি সংঘটিত একটি ডাকাতি মামলার দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া গাড়ির বিভিন্ন কাটা অংশ ও একটি স্মার্টফোন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে এক অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সোনারগাঁ পেট্রোল পাম্প এলাকার ভাড়াটিয়া বশির আহম্মদ লিটন (৪২) কে আটক করা হয়। তিনি রাঙামাটির লংগদু থানার উত্তর ঠেকাপাড়া গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার দেলী গ্রামে অভিযান চালিয়ে আরও এক অভিযুক্ত মোঃ রায়হান (২৮) কে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ডাকাতি হওয়া গাড়ির যন্ত্রাংশ এবং একটি স্মার্টফোন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা ডাকাতির পরিকল্পনা ও মালামাল লুকানোর বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, জব্দকৃত আলামত আইনগত প্রক্রিয়ায় তালিকাভুক্ত করে আদালতে উপস্থাপন করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “আমার থানা এলাকায় কোনো অপরাধ সংঘটিত হলে তথ্য পাওয়ার সাথে সাথে আমরা অভিযান শুরু করি। এটি তার ব্যতিক্রম নয়, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমি আমার থানা এলাকায় যে কোনো অপরাধ নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *