চট্টগ্রামের চান্দগাঁও ও বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১৬ জন আটক

চট্টগ্রামের চান্দগাঁও ও বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২০ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা চান্দগাঁও থানার কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ৩টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১১ জনকে আটক করা হয়।

একইদিন দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন সাংগুর সদস্যরা বাঁশখালী থানাধীন সাঙ্গু নদীর মোহনায় আরেকটি অভিযান চালিয়ে ২টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ৫ জনকে আটক করে।

অভিযানে জব্দ করা বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে সদরঘাট নৌ থানা এবং আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও জনবসতি রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *