চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর খাঁনহাট বাজারের ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার প্রধান আসামি শাহ নেওয়াজ লাভলু (৫৪) কে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার দেওয়ানহাটে তার নানার বাড়িতে আত্মগোপন করে থাকার খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মাঈনুদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন এবং লাভলুকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
ওসি আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং আজ শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, শাহ আলম হত্যা মামলার প্রধান আসামি হিসেবে লাভলুর বিরুদ্ধে তদন্ত চলছে।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘাটিয়ার পাড়া এলাকায় শাহ আলমের সঙ্গে লাভলুর সংঘর্ষ ঘটে। রাস্তার পাশে বালির বস্তা দেয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষে লাভলু তার চাচাতো ভাই শাহ আলমকে কোদাল দিয়ে আঘাত করে, ফলে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হন।
ঘটনার দুই দিন পর, ১৪ সেপ্টেম্বর, নিহতের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে লাভলু ও তার দুই পুত্র মারুফ ও মাহিম এবং স্ত্রী খতিজা বুলবুলসহ মোট চারজনকে আসামি করে লোহাগাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
শাহ আলম ছিলেন আধুনগর খানহাট বাজারের লেপ তোষকের ব্যবসায়ী এবং স্থানীয় আশরাফ আলীর ছেলে।