চট্টগ্রামে সরকার বিরোধী স্লোগান দিয়ে মশাল মিছিল করার সময় পুলিশের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ কর্মী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) এবং মইন উদ্দিন (৩০)।
পুলিশ জানায়, সোমবার রাতে বন্দর থানার বড়পুল মোড়ের দক্ষিণ পাশে পোর্ট কানেক্টিং রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আগুনে পোড়ানো বাঁশের পাঁচটি মশালের অংশ, ১১টি ভাঙা ইটের টুকরা এবং দুটি মোবাইল ফোন (ভিভো ও রেডমি) উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বন্দর থানার ওসি আফতাব উদ্দিন সাংবাদিকদের জানান, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আসিফ মাহমুদের ব্যানারে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী সমবেত হয়েছিলেন। তারা মশাল, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে পোর্ট কানেক্টিং রোডে মিছিল বের করে সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেয় এবং জনসাধারণের ক্ষতি করার উদ্দেশ্যে নাশকতা সৃষ্টি করতে চেয়েছিল।
এ ঘটনার পর পুলিশের অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।