লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে শাহ আলম (৫৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘাটিয়াপাড়া হাসপাতাল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম স্থানীয় মৃত আশরাফ আলীর ছেলে। তিনি খানহাট বাজারে লেপ-তোষকের ব্যবসা করতেন। অভিযুক্ত চাচাতো ভাই শাহনেওয়াজ লাভলু (৪৩) একই এলাকার মোজাহের আহামদের ছেলে।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন জানান, শাহ আলম বাজারে যাওয়ার পথে রাস্তার পাশে রাখা বালির বস্তাগুলো সরাতে বললে লাভলুর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাভলু হাতে থাকা কোদাল দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করেন। এতে শাহ আলম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *