ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি: ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাকে জড়িয়ে প্রচারিত ছবি সম্পাদিত


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সদ্য নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবি ভুয়া এবং প্রযুক্তির সাহায্যে সম্পাদিত বলে প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার টিম।

জানা যায়, ৮ সেপ্টেম্বর থেকে দুটি ছবি ভাইরাল হয়, দাবি করা হয়—ছবিগুলো ফাতিমা তাসনিম জুমার। তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ওই ছবিগুলোতে জুমার মুখমণ্ডল ভিন্ন নারীদের মূল ছবির ওপর প্রযুক্তির সাহায্যে বসানো হয়েছে।

প্রথম ছবির বিষয়ে তদন্ত করে দেখা যায়, এটি ‘startupxplore’ ওয়েবসাইটে থাকা একজন ভারতীয় নারী ‘Miss Puja’–এর ছবি। ছবির অন্যান্য উপাদান (দেহভঙ্গি, পোশাক, পটভূমি) মূল ছবির সঙ্গে পুরোপুরি মিলে গেলেও মুখমণ্ডল আলাদা, যা কৃত্রিমভাবে জুড়ে দেওয়া হয়েছে। একই ছবির মিল পাওয়া যায় ‘Pinterest’-এ ‘অঞ্জলি অরোরা’ নামেও।

দ্বিতীয় ছবির বিষয়েও একই ধরনের তথ্য উঠে আসে। ‘চিলেকোঠা’ নামের একটি ফেসবুক পেজে ১৭ আগস্টে আপলোড করা মূল ছবির সঙ্গে ভাইরাল ছবিটির তুলনা করলে দেখা যায়—ছবির অন্যান্য অংশ এক হলেও জুমার মুখ কৃত্রিমভাবে বসানো হয়েছে। মূল ছবির বিস্তৃত সংস্করণে ছেলেটির পুরো মুখও দেখা যায়, যা ভাইরাল ছবিতে আংশিক দেখা যায়। এ ছবি আরও আগে, ২৫ আগস্টে ‘Viral TV’ নামের এক্স অ্যাকাউন্ট থেকেও প্রকাশিত হয়।

রিউমর স্ক্যানার টিম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে এই ছবি বিশ্লেষণ করে দেখেছে—ফাতিমা তাসনিম জুমার মুখমণ্ডল কৃত্রিমভাবে বসিয়ে বিকৃত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *