জবি শিক্ষার্থী অনিক হত্যাচেষ্টায় ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক ছাত্রলীগ সভাপতি এফএম শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে আদালত।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত এ আদেশ দেন। শরিফুল ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে, শুনানি শেষে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক কেএম আবদুল ৭ সেপ্টেম্বর গ্রেফতারের আবেদন করেন এবং ১০ সেপ্টেম্বর আদালত শুনানির দিন ধার্য করেন।

মামলার বিবরণী অনুযায়ী, ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মহানগর দায়রা জজ আদালতের সামনে পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা অতর্কিত গুলি চালিয়ে অনিককে আহত করেন। তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। এ ঘটনায় অনিক কুমার দাস বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ১৮ আগস্ট বিকেলে শরিফুল ইসলামকে ওয়ারী থেকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *