চট্টগ্রামে আন্দরকিল্লা শাহী মসজিদে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ৩ চোর গ্রেফতার

চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ৩ জন চোরকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. আবুল বশর (২৯), ভুটু মিয়া প্রকাশ জামাল (৩২) এবং হেলাল উদ্দিন (১৯)। তারা কোতোয়ালী থানা এলাকার অস্থায়ী বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে আন্দরকিল্লা শাহী মসজিদের ছাদের মেইন বিদ্যুৎ সংযোগের তার কেটে চুরি করে নিয়ে যাওয়া হয়। এর পর মসজিদের বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, ফলে নামাজের সময় আজান, ফ্যান ইত্যাদি চলতে অসুবিধা হয়। মসজিদ কর্তৃপক্ষ এরপর কোতোয়ালী থানায় চুরির মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চোরদের গ্রেফতার করে এবং তাদের উপস্থিতিতে লালদিঘী মাঠের ঝোপঝাড় থেকে ১৭৫ মিটার চুরি হওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করে।

কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *