রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে আগুন লেগে অন্তত তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে এক নাবালকও রয়েছে। রোববার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, এটি ছিল পুরো যুদ্ধের মধ্যে রাতের সবচেয়ে বড় আকাশ হামলা। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেনকো টেলিগ্রামে বলেন, এই প্রথমবারের মতো শত্রুর আঘাতে সরকারি ভবনটির ছাদ ও উপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, তারা সরকারি ভবনের সর্বোচ্চ তলাটি পুড়তে দেখেছেন এবং সূর্যোদয়ের পর ঐতিহাসিক পেচেরস্কি ডিস্ট্রিক্ট থেকে কালো ধোঁয়া উঠতে দেখেছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, যার মধ্যে ৭৫১টি ড্রোন ও ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, হামলায় নিপ্রো নদীর পূর্ব তীরের দানিটস্কি ডিস্ট্রিক্টে একটি চারতলা অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে এক শিশু এবং এক তরুণী নিহত হয়েছেন। এই হামলায় শহরজুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং ১৮ জন আহত হন। মস্কো হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে উভয়পক্ষই বেসামরিকদের লক্ষ্য করা থেকে অস্বীকার করেছে।