চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টায় তাকে এই সিদ্ধান্ত জানানো হয়। তার স্থলে থানার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, একই দিন বিকেলে হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে ওই সংঘর্ষের ঘটনায় ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তার প্রত্যাহারের দাবি জানান। রাতেই শিক্ষার্থীরা এই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।