আজ শনিবার, টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম অসুস্থ হয়ে পড়েন।
দলীয় কার্যালয়ের টিনের ঘরে প্রচণ্ড গরমে দুই ঘণ্টা বসে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন, জানান চিকিৎসকেরা।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী বলেন, বেলা সাড়ে তিনটার দিকে, কাদের সিদ্দিকী অনেকটা সুস্থ আছেন। তাঁর রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে, এবং ইসিজি করা হয়েছে। সব কিছু ঠিক থাকলেও তাঁর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলমান। চিকিৎসকদের মতে, অসুস্থ হওয়ার কারণ ছিল প্রচণ্ড গরম।
তুহিন সিদ্দিকী আরও জানান, সকাল সাড়ে ১০টার দিকে সভা শুরু হলে, কাদের সিদ্দিকী দুপুর ১২টার দিকে সেখানে যোগ দেন। তিনি দুই ঘণ্টা ধরে গরমে দাঁড়িয়ে স্থানীয় নেতা-কর্মীদের বক্তব্য শোনেন। পরে বেলা সোয়া দুইটা থেকে নিজের বক্তব্য শুরু করেন। প্রথমে দাঁড়িয়ে ১০ মিনিট বক্তব্য দেন, এরপর বসে মাত্র এক মিনিট কথা বলার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।
একপর্যায়ে কাদের সিদ্দিকীকে দুই কর্মীর সাহায্যে তার ব্যক্তিগত গাড়িতে ওঠানো হয় এবং তাকে সখীপুরের বাড়ি নিয়ে যাওয়া হয়।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র সানোয়ার হোসেন বলেন, ‘‘কাদের সিদ্দিকী এখন অনেকটা সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’’
এ ঘটনায় কাদের সিদ্দিকীকে নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়ালেও বর্তমানে তিনি সুস্থ এবং তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে।