চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কানু মাতব্বর বাড়ি এলাকায় বিএনপির নাম ধরে গালিগালাজের প্রতিবাদ করায় যুবদল নেতা জাহিদুর রহমান লিটনের (৩২) উপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত লিটন, যিনি ওই এলাকার মুহাম্মদ আলির ছেলে এবং জুলধা ইউনিয়ন যুবদলের সক্রিয় সংগঠক, বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
লিটনের সহকর্মী যুবদল নেতা কাদের অভিযোগ করেন, “গতকাল আওয়ামী লীগ নেতা কামাল বিএনপির নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তখন আমি এবং লিটন প্রতিবাদ জানাই। এর পরের দিন সন্ধ্যায় ৩০-৩৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লিটনের উপর হামলা চালায়।”
হামলাকারীদের হাতে গাছের লাঠি, লোহার রড, চাপাতিসহ দেশীয় অস্ত্র ছিল, এবং এই হামলায় লিটন মারাত্মকভাবে রক্তাক্ত হন। তার মাথা, হাত এবং পায়ে একাধিক আঘাত লেগেছে, এবং তিনি সঠিকভাবে কথা বলতে পারছেন না বলে জানান তার আত্মীয় নাহিদ।
এদিকে, লিটনের পরিবারের সদস্যরা দাবি করেছেন, হামলাকারীরা ছাত্রলীগ-যুবলীগের নামধারী চিহ্নিত সন্ত্রাসী।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, “কিছু লোক থানায় এসে জানিয়ে গেছেন যে, একজন হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
হামলার ঘটনার পর কর্ণফুলী থানার সামনে লিটনের সমর্থকরা বিক্ষোভ করেন, হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে।