কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ তিন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযান চালায় ঈদগাঁও থানা পুলিশ।
পুলিশের সূত্রে জানা যায়, অভিযান চলাকালে ৬৫ পিস ইয়াবাসহ এমদাদুল ইসলাম সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-০৬(৯)/২৫) রুজু হয়েছে।
পৃথক অভিযানে উপজেলার পোকখালি ইউনিয়নের গোমাতলী এলাকার মৃত মো. ইছাকের পুত্র মো. হানিফ ও ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী এলাকার জাফর আলীর পুত্র জকরিয়াকেও গ্রেফতার করা হয়। তারা উভয়েই সিআর সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন।
ঈদগাঁও থানার ওসি মো. মছিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।