বিসিএস জেনারেল এডুকেশন চট্টগ্রাম ইউনিটের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সাথে মতবিনিময় সভা

বিসিএস জেনারেল এডুকেশন চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ২টায় মেয়র অফিস কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে জেলা ইউনিটের সভাপতি প্রফেসর জসিম উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।

সভায় প্রফেসর জসিম উদ্দিন আহমেদ তার সূচনা বক্তব্যে চট্টগ্রামের বিভিন্ন সরকারি কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে জুলাই মাসের অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এবং একাডেমিক বিষয়ে মেয়রকে অবহিত করেন। তিনি চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিভিন্ন বিষয় নিয়েও মেয়রের সঙ্গে আলোচনা করেন এবং সহযোগিতা কামনা করেন।

মেয়র ডাঃ শাহাদাত হোসেন অত্যন্ত আন্তরিকভাবে এসব কথা শুনে সবাইকে ধন্যবাদ জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এই সভায় বিসিএস জেনারেল এডুকেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রফেসর জহিরুল হক স্বপন, পটিয়া সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর মো. নইম উদ্দিন, চট্টগ্রাম জেলা ইউনিটের সম্পাদক আহমেদ সোবহান, যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, ড. আরিফুল আনোয়ার খান, কোষাধ্যক্ষ আজম মো. আনোয়ার সাদাত, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল মন্নান, প্রচার সম্পাদক একরামুল হকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া, সভায় নির্বাহী সদস্য হিসেবে শামীম কবির, মো. ওসমান, জাহিদ উদ্দিন সুলতান, মো. শহীদল্লাহ, আফরোজা সুলতানা, জনাব মোরশেদ আলমও অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *