ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটিতে পৌঁছাবে বাংলাদেশ সরকারের পাঠানো ত্রাণ, যার মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি এবং ঔষধ।

বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। প্রায় ৩ হাজার মানুষ গুরুতর আহত হয়েছে এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের পর খাদ্য, পানি, আশ্রয় এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে আফগানিস্তানে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশে মানবিক সহায়তা হিসেবে আফগানিস্তানে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছে।

এ ত্রাণসামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে আফগানিস্তানে পাঠানো হবে এবং সেখানে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রাণ প্রেরণে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, প্রাণ-আরএফএলসহ বিভিন্ন সংস্থা একযোগে কাজ করেছে।

এর আগে, ২০২২ সালের ভূমিকম্পের পরও বাংলাদেশ আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *