মীরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানার পশ্চিম পার্শ্বে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন মীরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমরান আনোয়ার, মীরসরাই কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল আল নোমান, পৌরসভা ছাত্রনেতা সিয়াম, এবং আরও কিছু নেতাকর্মী, যাদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মীরসরাই উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের অনুসারী মীরসরাই কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা নবগঠিত কমিটির সমর্থনে মহাসড়কে মিছিল বের করে। তারা মীরসরাই থানার পশ্চিম পার্শ্বে পৌঁছালে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখনো কোনও অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”