বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের মধ্যে কোনো বিভেদ নেই এবং আওয়ামী লীগ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে গুজব ছড়াচ্ছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “গুজব গুজবই থাকে, এসব নিয়ে বিভ্রান্ত হওয়া উচিত নয়। আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।”
ফখরুল আরও বলেন, “আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমাদের ঐক্য আছে, সেই ঐক্য নিয়েই আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ।”
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফখরুল বলেন, “আজকের খাল পরিষ্কার অভিযানে র্যালির পরিবর্তে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা দুটি অঞ্চলে খাল পরিষ্কার করার কাজ শুরু করেছি। এর মাধ্যমে আমরা নাগরিকদের কষ্টের কথা বিবেচনা করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি।”
তিনি দলের নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “এটা কোনো বিচ্ছিন্ন কর্মসূচি নয়, আমাদের কাজ হতে হবে ধারাবাহিক। খাল পরিষ্কার করার পাশাপাশি আমাদের নেতা-কর্মীদের জনগণের কাছে যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে বিএনপির উদ্দেশ্য তুলে ধরতে হবে।”
ফখরুল মাদ্রাসা এবং ছাত্র সংসদগুলোর নির্বাচনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাদের থেকে নেতৃত্বের অনুরোধ জানিয়ে বলেন, “কোনো ধরনের গোলযোগ সৃষ্টির চেষ্টা করা যাবে না। আমরা চাচ্ছি, বিএনপির প্রতি কোনো খারাপ ধারণা তৈরি না হোক।”
পুলিশের কার্যক্রম নিয়ে তিনি বলেন, “বহু অপকর্মের জন্য তাদের আজকের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশকে আহ্বান জানাচ্ছি, অতীতে যা করেছেন তাতে আর কোনো কাজ করা যাবে না, এখন জনগণের পাশে দাঁড়ান।”
উক্ত কর্মসূচিতে বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানসহ আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পুরান ঢাকায় মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী খাল–নর্দমা পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করেন।