সিলেটে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ঘাতক পুত্র গ্রেফতারের চেষ্টা

সিলেটের শাহপরাণ আবাসিক এলাকায় ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ৭০ বছর বয়সী রহিমা বেগম। সোমবার বেলা ১১টার দিকে ৯৯৯ নাম্বারে কল করার পর পুলিশ লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

নিহত রহিমা বেগম শাহপরাণ থানার ২নং রোডের ৮নং বাসার আব্দুল গাফ্ফারের স্ত্রী। তাদের স্থায়ী ঠিকানা সিলেটের জকিগঞ্জ থানার কসকনকপুর ইউনিয়নের আইওর গ্রামে। তারা হেপি কমপ্লেক্সে ভাড়া থাকতেন।

শাহপরাণ থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, রোববার দিবাগত রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ঘাতক পুত্র বদরুল ইসলামকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে বদরুল ইসলাম (৪২) তার মাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে তাদের ধারণা। বদরুল ইসলাম ইমামতি পেশায় নিযুক্ত থাকলেও গত ৪ মাস ধরে তিনি চাকরিচ্যুত। একাধিক সূত্র জানিয়েছে, বদরুল মানসিক সমস্যাগ্রস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *