ডা. শাহাদাত হোসেন: বিএনপি জনগণের সমর্থনে আবারও রাষ্ট্রক্ষমতায় যাবে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি অতীতে যেমন জনগণের সমর্থন পেয়েছে, ঠিক তেমনি ভবিষ্যতেও সেই সমর্থন অর্জন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির নেতৃত্বে বাংলাদেশ নতুন করে জেগে উঠবে এবং আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে।

সোমবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ষোলশহর ২নং গেইট বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণকালে তিনি এসব মন্তব্য করেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, “১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন এবং উনিশ দফা কর্মসূচি নিয়ে পরবর্তী বছর সংসদ নির্বাচনে বিজয় অর্জন করেন। প্রতিষ্ঠার পর বিএনপি চারবার রাষ্ট্র পরিচালনা করেছে।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়াউর রহমান দেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে অগ্রাধিকার দিয়েছিলেন। তার নেতৃত্বেই বিএনপি জনগণের সমর্থন অর্জন করেছিল। ২০০৭ সালে জরুরি অবস্থার পর বিএনপি কঠিন রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়, তবে গণতন্ত্রের প্রশ্নে কখনও আপস করেনি।”

এ সময় উপস্থিত ছিলেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা হাজী মো. আলী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *