বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচি

গতকাল সোমবার, চট্টগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে দলটি। এসব কর্মসূচির মধ্যে ছিল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন, র‍্যালি এবং আলোচনা সভা।

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার রাজনৈতিক জীবনে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং বিএনপি পরবর্তী সময়ে চারবার রাষ্ট্র পরিচালনা করেছে। তিনি দাবি করেন, বিএনপি আগামীতে নতুন করে জেগে উঠবে।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজান উপজেলার একটি আলোচনা সভায় বলেন, শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, এবং বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে।

ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, ষড়যন্ত্রকারীরা গণতন্ত্রের পথে বাধা তৈরি করছে, তবে সবাইকে এগিয়ে যেতে হবে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, বিএনপি সহিংসতার রাজনীতি বিশ্বাস করে না, এবং জনগণের দোয়া থাকলে দলটি অটুট থাকবে।

ড্যাব (বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম) চট্টগ্রামের উদ্যোগে বিপ্লব উদ্যানে শুভেচ্ছা জানায় এবং শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।

এছাড়া, খাগড়াছড়ি ও মীরসরাই বারইয়ারহাট-এও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, সমাবেশ এবং চিকিৎসাসেবা কর্মসূচি পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *