আওয়ামী লীগকে ফেরানোর জন্য জাতীয় পার্টির মাধ্যমে চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, “যেহেতু ‘রিফাইন্ড’ আওয়ামী লীগের চেষ্টা ব্যর্থ হয়েছে, তাই এখন জাতীয় পার্টির মাধ্যমে তাদের ফেরানোর চেষ্টা চলছে। জাতীয় পার্টি একটি চিহ্নিত ফ্যাসিবাদী দল।”
রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ আরও বলেন, “বিগত সময়ে জাতীয় পার্টি আওয়ামীর ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে এবং ভারতের পরামর্শে বাংলাদেশে একটি কৃত্রিম গণতন্ত্র তৈরি করা হয়েছে।”
তিনি বলেন, “যদি এই ফ্যাসিবাদী দলকে সমর্থন দেওয়া হয়, সেটা সরকার বা জনগণের পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না, এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”
এছাড়া, তিনি অভিযোগ করেন যে, অনেকেই আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজনৈতিক সমাধান চাচ্ছে। “ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো যদি সরকারের বিরোধী দলের ভূমিকা নেয়, তাহলে সেই সমাধান বাস্তবায়িত হবে,” বলেন তিনি। তবে, আসিফ মাহমুদ মনে করেন যে, যদি আওয়ামী লীগকে নানা ফরম্যাটে নির্বাচনে আনা না যায়, তাহলে নির্বাচন বানচাল করার চেষ্টা হতে পারে।
জাতীয় পার্টি নিষিদ্ধ করার প্রশ্নে তিনি বলেন, সরকার এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি, তবে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক চলছে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আজ কয়েকটি রাজনৈতিক দল এবং জুলাই অভ্যুত্থানের কিছু সংগঠনের সঙ্গে বৈঠক করবেন এবং তাদের মতামত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
গণ অধিকার পরিষদের নেতা নুরুল হকের ওপর হামলার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “এ ধরনের হামলা আওয়ামী লীগ সরকারের সময়েও ঘটেনি, তবে এই সরকারের আমলে তা ঘটেছে। সরকারকে এর দায় নিতে হবে।” তিনি জানান, হামলার বিচার নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের পরিকল্পনা করছে সরকার, যাতে ভবিষ্যতে কেউ এমন ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায়।