জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, গণঅধিকার পরিষদকে দায়ী শামীম হায়দার পাটোয়ারী

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। হামলার জন্য গণঅধিকার পরিষদকে দায়ী করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আল রাজী কমপ্লেক্সসংলগ্ন জাপা কার্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল লোক হঠাৎ করেই কার্যালয়ে ভাঙচুর চালায় এবং কিছু সময় পর বাইরে থেকে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল, যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং জলকামান দিয়ে আগুন নেভায়। এ সময় কাকরাইল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যমে বলেন, “গতকালের সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলবল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। এটি বর্বরোচিত ঘটনা এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এর আগে, শুক্রবার সন্ধ্যায় কাকরাইল এলাকায় গণঅধিকার পরিষদের একটি মিছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় প্রতিবাদ হিসেবে রাত সাড়ে ৯টার দিকে গণঅধিকার পরিষদ মশাল মিছিল বের করে। মিছিল শেষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের লাঠিপেটা করে, এতে সংগঠনের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের পক্ষ থেকে হামলা বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে জানানো হয়েছে যে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *