দেশে মুরব্বি এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা ও রাজনৈতিক দলাদলির তীব্র সমালোচনা করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি অভিযোগ করেন, দেশে এখন ভালো মানুষের অভাব এবং মুক্তিযোদ্ধা কিংবা মুরব্বিদের কোনো সম্মান নেই। শনিবার (৩০ আগস্ট) টাঙ্গাইলের ভূঞাপুরে কাদেরিয়া বাহিনীর আয়োজনে মুক্তিযোদ্ধাদের এক মহাসমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কাদের সিদ্দিকী বলেন, “দেশ রাজনৈতিক দলাদলিতে ভরে গেছে, ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না।” তার বড় ভাই লতিফ সিদ্দিকীকে অসম্মান করার একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “এই দেশে মুরব্বিদেরও আর সম্মান নেই, মুক্তিযোদ্ধাদেরও আর মর্যাদা নেই।”
তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর তিনি তার বড় ভাই লতিফ সিদ্দিকীকেই নেতা হিসেবে মানেন। নিজের সততার প্রতি আস্থা জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, “আজ আমাকে খুন করা সহজ হবে, কিন্তু আমাকে মিথ্যা বলানো সহজ হবে না।”
রাজনৈতিক বিভেদ নির্বিশেষে সব নেতার প্রতি অবমাননা করা হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, “বঙ্গবন্ধুর মাথার ওপর প্রস্রাব করা হয়েছে, জিয়াউর রহমানের ওপরও একইভাবে করা হয়েছে। এই ধরনের পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না।”
বক্তব্যের শেষে তিনি দেশের সংকটময় পরিস্থিতিতে জাতির বৃহত্তর স্বার্থে সব মুক্তিযোদ্ধাকে ভেদাভেদ ভুলে একত্রিত হওয়ার আহ্বান জানান।