হুম্মাম কাদের চৌধুরী: যারা নির্যাতন করেছে, তাদের বিচার হতেই হবে

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, “যারা গত ১৬ বছরে নির্যাতন, মামলা এবং হামলা চালিয়েছে, তাদের বিচার অবশ্যই হতেই হবে। সরকার যদি মনে করে বিচার করতে সময় লাগবে, তাহলে তাদের আমাদের ওপর ছেড়ে দিক, আমরা তাদের বিচার করব।”

বৃহস্পতিবার (২৮ আগস্ট) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিচুবাগান বাস স্টেশনে এক জনসভায় তিনি এসব মন্তব্য করেন।

হুম্মাম কাদের বলেন, “তারেক রহমান দেশে ফেরার আগেই রাঙ্গুনিয়ার নেতৃত্ব এবং প্রতিনিধিত্ব জনগণ ঠিক করে নেবে। যারা শহরে বসে সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, তাদেরকে বলি—এই কমিটির ব্যবসা আমরা করি না, জনগণই তাদের নেতৃত্ব ঠিক করবে।”

মাদকবিরোধী অবস্থান নিয়ে তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ীদের একটি তালিকা তৈরি করছি। নির্বাচনের আগেই আমরা তাদের পুরোপুরি খালি করে দেব।”

দলের ভেতর গ্রুপিং প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “গ্রুপিংয়ের কারণে জাতীয়তাবাদী শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। কর্মীদের বলবো—আমাদের মাথা নত করতে হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। মাথা উঁচু করে বলতে হবে, আমরা জিয়ার সৈনিক।”

গণতন্ত্রে বিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। আশা করছি, সামনের নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে জয়ী করে সংসদে পাঠাবেন।”

নিজেকে রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে উল্লেখ করে হুম্মাম কাদের বলেন, “আমি আঠারো বছর বয়স থেকে রাঙ্গুনিয়ার ভোটার। মোকাবিলা করতে হলে সামনে এসে দাঁড়াও। সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন বাঘ, তার গর্জন আপনি শুনেছেন—আমি সেই বাবার সন্তান।”

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. আনোয়ারুল হক বাবুল। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শওকত আলী নূর, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, হাজী ইলিয়াস সিকদার, মুজিবুল হকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *