যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। এর ফলে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে, বলে জানিয়েছে বিবিসি।
ট্রাম্পের শুল্কের জবাবে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে উৎপাদন ও ভোগ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে, শিগগিরই সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বড় কর-ছাড় আসবে।
মোদি ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের বক্তৃতায় ‘আত্মনির্ভরতা’ এবং ‘মেড ইন ইন্ডিয়া’ স্লোগান তুলে ধরেছিলেন, যা ট্রাম্পের আরোপিত শুল্কের জবাব হিসেবে দেখা হচ্ছে। মোদি ভারতীয় ব্যবসায়ীদের স্বদেশি পণ্যের প্রচারে উদ্বুদ্ধ করতে দোকানে ‘মেড ইন ইন্ডিয়া’ সাইনবোর্ড লাগানোর আহ্বান জানান।
বিশ্লেষকরা মনে করছেন, এই শুল্কের কারণে ভারতের পোশাক, হীরা, চিংড়ি, এবং অন্যান্য রপ্তানি নির্ভর শিল্পে বড় ধাক্কা আসবে। ভারতের অর্থনীতিতে উৎপাদন খাতের অংশীদারিত্ব এখনো ১৫ শতাংশেই থেমে আছে, এমনকি নানা প্রণোদনা দিয়েও উৎপাদন বাড়ানো যাচ্ছে না।
এ পরিস্থিতিতে মোদি সরকারের নতুন পরিকল্পনা হলো কর ব্যবস্থায় সংস্কার করা। তিনি বাজেটে আয়কর ছাড়ের ঘোষণা দিয়েছেন এবং পরোক্ষ কর ব্যবস্থায় জিএসটি সরলীকরণ ও হ্রাস করার পরিকল্পনা নিয়েছেন।
এদিকে, ভারতের ভোক্তা খাতে প্রবাহ সৃষ্টি করতে আয়করের ছাড় এবং জিএসটি সংস্কার সহায়তা করবে, এবং এটি ভারতে মোটরসাইকেল, গাড়ি, পোশাক, সিমেন্ট খাতগুলোর জন্য বিশেষভাবে সহায়ক হবে।
বিশ্বব্যাপী বাণিজ্য সংকট ও অস্থিরতার মাঝে ভারতের প্রবৃদ্ধি কিছুটা কমলেও, সরকারের পদক্ষেপে বাজার ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে, বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক কার্যত ভারতীয় বাণিজ্য সম্পর্কের ওপর বড় নিষেধাজ্ঞার মতো, যা ভারতের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ তৈরি করবে।