জাতীয় রাজনীতি স্বস্তিদায়ক অবস্থায় নেই: রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, দেশের জাতীয় রাজনীতি এখন স্বস্তিদায়ক নয়। তিনি বলেন, “৫ আগস্টের ভয়াবহ আন্দোলনের পর দেশের জনগণ একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা করেছিল, তবে তা এখনো পূর্ণ হয়নি। কোথাও কোথাও মনে হয়, কিছু বিশেষ উদ্দেশ্যে কিছু বিষয়কে উত্থাপন করা হচ্ছে, যা জনগণের পক্ষে কাম্য নয়।”

আজ বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাইস্কুল মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। এই অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের মধ্যে অর্থ সহায়তা ও অটোরিকশা প্রদান করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, “কিছু রাজনৈতিক দল আন্দোলন করেছে, কিন্তু একটি সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেটি থেকে তারা পিছিয়ে আসতে পারে না। আমাদের অনেক নেতা-কর্মীর ওপর অত্যাচার হয়েছে, গুম ও হত্যা হয়েছে, কিন্তু সেই সব চেষ্টা বৃথা যেতে পারে না।”

এছাড়া তিনি বলেন, “এখনকার রাজনৈতিক সংস্কার কমিশন কিছু বিষয়ে একমত হলেও, কিছু বিষয়ে মতবিরোধ আছে। এটি গণতন্ত্রের একটি অংশ, তবে পিআর বা আনুপাতিক ভোট সিস্টেমের প্রস্তাবের ব্যাপারে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটা আগে কখনো আলোচনা হয়নি, অথচ এখন তা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে।'”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান (মিল্লাত), জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার ও সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *