স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে দারিদ্র্যের হার ২৮ শতাংশ হওয়াকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, বর্তমানে দেশের প্রায় পৌনে পাঁচ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং প্রতি চারজনের একজন এখন গরিব—যা অত্যন্ত হতাশাজনক।
মঙ্গলবার (২৭ আগস্ট) দলীয় কার্যালয়ে আয়োজিত সাপ্তাহিক বৈঠকে এসব মন্তব্য করেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে সমাজে সমতা, ন্যায়বিচার, বৈষম্যহীনতা এবং নাগরিক কল্যাণ নিয়ে ব্যাপক আলোচনা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
তিনি আরও বলেন, দেশে নতুন বিনিয়োগ থেমে গেছে মূলত চাঁদাবাজি এবং রাজনৈতিক অস্থিরতা ও সন্ত্রাসের প্রতি সরকারের নমনীয় মনোভাবের কারণে। অন্তর্বর্তী সরকারের দুর্বল ব্যবস্থাপনাও এ অবস্থার জন্য দায়ী।
বৈঠকে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ‘সংবিধানে পিআর পদ্ধতি নেই’—এই মন্তব্যকে আপত্তিজনক বলে অভিহিত করেন। তিনি বলেন, “সিইসির বক্তব্য জনমত প্রভাবিত করার চেষ্টা কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।” তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে আরও দায়িত্বশীল ও নিরপেক্ষ আচরণের আহ্বান জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আশরাফুল আলম ও মুহাম্মদ ইমতিয়াজ, সহকারী মহাসচিব আবদুল কাইয়ুম ও আতিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখারসহ অন্যান্য নেতারা।