চট্টগ্রামের সাতকানিয়ায় ‘চোরের রাণী’ তসলিমা গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও স্বর্ণালংকার

চট্টগ্রামের সাতকানিয়া থেকে তসলিমা আক্তার (৪৮) নামে এক পেশাদার নারী চোরকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। তার ভাড়া বাসা থেকে চোরাই নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাতে সাতকানিয়া থানার ১১নং কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তসলিমা ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ভিক্ষুকের ছদ্মবেশে বিভিন্ন এলাকায় চুরি করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট কক্সবাজারের চকরিয়ায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ভিক্ষুক বেশে আসা তসলিমা তার সঙ্গীদের মাধ্যমে একটি কৃত্রিম বাকবিতণ্ডার সৃষ্টি করেন। ওই সুযোগে তসলিমা রাফির কাঁধে থাকা ব্যাগের চেইন খুলে প্রায় ২ ভরি স্বর্ণালংকার (দুই জোড়া কানের দুল ও একটি আংটি) চুরি করে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী রাফি ২৫ আগস্ট লোহাগাড়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তসলিমাকে শনাক্ত করে এবং তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।

পরে তার বাসা থেকে নগদ ৪ লাখ ৫১ হাজার টাকা ও প্রায় ৩ ভরি ১১ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে পাঁচটি আংটি, দুটি চেইন, চার জোড়া কানের দুল ও দুটি নাকফুল ছিল। ভুক্তভোগী রাফি তার চুরি হওয়া এক জোড়া কানের দুল ও একটি আংটি শনাক্ত করেন।

লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, অভিযোগ পাওয়ার পরপরই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত চোরকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *