মালয়েশিয়ায় পৌঁছেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন। শুক্রবার (২২ আগস্ট) স্থানীয় সময় বিকাল ৫ টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী সদস্য এবং শুভানুধ্যায়ী ব্যক্তিরা।

মালয়েশিয়ায় পৌঁছানোর পর নাহিদ ইসলাম পুত্রাজয়ায় বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে সফরের আনুষ্ঠানিকতা শুরু করেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।

এই সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার আদায় এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া তার সফরের কর্মসূচিতে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন, যার আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *