পথে পথে ঘুরে বেড়ানো ‘পাগলি’ মা কোলে নিয়ে বাড়ি ফিরল ফুটফুটে সন্তান

ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীন এক নারী, যাকে সবাই ‘পাগলি’ বলে ডাকেন, একটি ফুটফুটে ছেলেসন্তান জন্ম দিয়েছেন। এই নারী, যাঁর নাম-পরিচয় কেউ জানেন না, গত এক বছর ধরে সিংহেশ্বর বাজার ও তার আশপাশের এলাকায় পথে পথে ঘুরে বেড়াচ্ছিলেন। বুধবার বিকেলে প্রসবযন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি স্থানীয় নবী হোসনের বাড়িতে আশ্রয় নেন এবং সেখানে একটি ছেলে শিশুর জন্ম দেন। খবরটি ছড়িয়ে পড়লে, রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম মাকে ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাহাত চৌধুরী জানান, মা ও শিশুটি এখন সুস্থ রয়েছেন, তবে শিশুটির ওজন ছিল মাত্র ২ কেজি ১০০ গ্রাম। তিনি বলেন, শিশু ভালোভাবে মায়ের বুকের দুধ পেলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।

তাকওয়া অসহায় সেবা সংস্থার পরিচালক মো. তপু রায়হান জানান, শিশুটির জন্মের পর স্থানীয় প্রশাসনকে জানানো হলে তারা দ্রুত পদক্ষেপ নিয়ে মা ও নবজাতককে হাসপাতালে পাঠায়। তিনি মন্তব্য করেন, কোনো অসৎ লোকের কারণে এই নারী মা হয়েছেন, এবং এখন শিশুটির ভবিষ্যত অন্ধকারময় হতে পারে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিহাব উদ্দিন খান জানান, ওই নারীর মানসিক অবস্থা দেখে মনে হচ্ছে তিনি সন্তানের যত্ন নিতে সক্ষম নন। তিনি জানান, শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের ছোট মণি নিবাসে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, এবং স্থানীয়রা শিশুটিকে গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *