শনিবার (১৬ আগস্ট) সাতক্ষীরা জেলার ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, হিজলদী, কাকডাঙ্গা, সুলতানপুর, ঝাউডাঙ্গা, চান্দুড়িয়া ও মাদরা বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বড় ধরনের অভিযান চালিয়ে ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার ফকিরের মোড় থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫২টি ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দাঁতভাঙ্গা এলাকা থেকে প্রায় ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
এছাড়া, কালিয়ানী সীমান্ত থেকে ৭০ হাজার ও তলুইগাছা সীমান্ত থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে। কলারোয়া উপজেলার গোবরপোতা সীমান্ত থেকে জব্দ করা হয় ১০ বোতল ভারতীয় মদ ও ১ লাখ ৪০ হাজার টাকার ওষুধ।
কাকডাঙ্গা সীমান্তের কেড়াগাছি ও গেড়াখালী এলাকা থেকে উদ্ধার করা হয় ৩ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ। এছাড়া, সুলতানপুর, ঝাউডাঙ্গা, চান্দুড়িয়া ও মাদরা সীমান্ত থেকেও উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।
সব মিলিয়ে অভিযানে জব্দ হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে ২৫ লাখ ৫১ হাজার টাকা।