চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহন শুরু, উদ্বোধন শনিবার

দেশের ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে পাইপলাইনে জ্বালানি তেল ঢাকায় পৌঁছাবে। আগামী শনিবার (১৬ আগস্ট) পতেঙ্গার ডেসপাস টার্মিনাল থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো পর্যন্ত তেল পরিবহন প্রকল্পের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

২০১৮ সালে তৎকালীন সরকার চট্টগ্রাম থেকে ঢাকামুখী পাইপলাইনে তেল পরিবহন প্রকল্পের অনুমোদন দেয়। বর্তমানে প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে এবং পরীক্ষামূলক অপারেশনও সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই পাইপলাইনের মাধ্যমে পরিবহন ব্যয় এবং তেল অপচয় কমানোসহ প্রতি বছর প্রায় ২৩৬ কোটি টাকা সাশ্রয় হবে।

এখন থেকে নদীপথে অয়েল ট্যাংকারের পরিবর্তে পাইপলাইনে তেল সরবরাহ হবে, যা দ্রুত এবং নিরাপদ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানান, পাইপলাইনের মাধ্যমে ১২ ঘণ্টায় নারায়ণগঞ্জ ডিপোতে তেল পৌঁছাবে, যেখানে আগে এই কাজ ৪৮ ঘণ্টা লাগত। এর মাধ্যমে নৌপথে তেল পরিবহন সংক্রান্ত ঝুঁকি এবং বিঘ্ন কমবে।

এছাড়া, পরিবেশবান্ধব, ঝুঁকিমুক্ত এবং ব্যয় সাশ্রয়ী এই পাইপলাইনটির ব্যাস ১৬ ইঞ্চি এবং এটি ২৪২ কিলোমিটার দীর্ঘ। চট্টগ্রাম থেকে প্রতি ঘণ্টায় ২৬০-২৮০ টন ডিজেল নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে পৌঁছাবে।

এই প্রকল্পের আওতায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ২৫০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হয়েছে, যার মাধ্যমে বছরে ৫০ লাখ টন তেল পরিবহন করা সম্ভব হবে। পাইপলাইনটির নির্মাণ খরচ প্রায় ৩,৭০০ কোটি টাকা, এবং এটি পরিচালনার মাধ্যমে ৩২৬ কোটি টাকা আয় হবে।

চলতি বছরেই প্রকল্পটির কাজ সম্পূর্ণ হবে এবং এর মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে, পাশাপাশি পরিবহন খরচ এবং সময় সাশ্রয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *