নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে, পদত্যাগের পর তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেবেন, এমনটি ধরে নেওয়া উচিত নয় বলে উল্লেখ করেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, “যে কেউ উপদেষ্টা বা রাষ্ট্রীয় দায়িত্বে থেকে নির্বাচন বা রাজনীতি করতে চান, তাঁদের উচিত পদত্যাগ করা, যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে, তারা সেরা নির্বাচন দিতে চান, আর আমরাও চাই। যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তবে তার দায় আমাদেরও নিতে হবে।”

উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত বছর আওয়ামী লীগ সরকার উৎখাতের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন এবং পরবর্তীতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হন।

এদিকে, নাহিদ ইসলাম ইতোমধ্যে এনসিপিতে যোগ দিয়ে তার পদত্যাগ করেছেন, এবং মাহফুজ আলমও বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেন, “যারা রাজনীতির সঙ্গে জড়িত, তাঁদের সকলেরই তফসিল ঘোষণার আগে পদত্যাগ করা উচিত, যাতে একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়।”

পদত্যাগের পর এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, “এটি আমি পরে সিদ্ধান্ত নেব। এখনই ধরে নেওয়া উচিত নয়।”

সরকারের এক বছরের কাজকর্ম প্রসঙ্গে তিনি বলেন, “এখন পর্যন্ত অনেক কিছুই বাস্তবায়ন হয়নি, তবে কিছু কিছু ক্ষেত্রে সরকার চেষ্টা করেছে। তবে সবকিছুই জনগণের মূল্যায়নের ওপর নির্ভর করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *