ভোটকেন্দ্রে সেনা মোতায়েনসহ ৭ দফা দাবি ইসলামী আন্দোলনের

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের কাছে সাত দফা প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১৩ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব প্রস্তাব জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ। এ সময় চার সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে আলোচনা করেন।

আশরাফ আলী আকন্দ বলেন, নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য ইসলামী আন্দোলন সাত দফা প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজন, প্রতিটি ভোটকেন্দ্রে সেনা মোতায়েন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজদের নির্বাচন থেকে বাইরে রাখা।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি, আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়া উচিত। এজন্য তারা জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজিত হওয়া, পিআর পদ্ধতিতে ভোটগ্রহণ এবং স্থানীয় নির্বাচন আগে করার প্রস্তাব দিয়েছে।

ইসলামী আন্দোলনের সাতটি প্রস্তাব হলো:

১) স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজন করতে হবে, কারণ ক্ষমতাসীন দলগুলো এ নির্বাচনে বিতর্কিত এবং দলের স্বার্থে প্রভাব খাটিয়েছে।

২) নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দলনিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রশিক্ষণ দিতে হবে। এ ব্যত্যয় হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৩) সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে নয়, প্রতিটি ভোটকেন্দ্রে মোতায়েন করতে হবে।

৪) জুলাই সনদের আলোকে জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে।

৫) সংখ্যানুপাতিক পদ্ধতিতে বা পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে, যা কার্যকর সংসদ গঠনে সাহায্য করবে।

৬) ফ্যাসিস্ট, মানবতাবিরোধী অপরাধী ও আওয়ামী লীগের সহযোগী দলগুলোকে নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে।

৭) দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও খুনিদের নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *