মাদক কারবারির পেটের ভেতর থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার

বগুড়ায় ডিবি পুলিশের হাতে আটক মাদক কারবারির পেট থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার পেটে আরও ২৫০ পিস ইয়াবা রয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে শাজাহানপুরের বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৮ বছর বয়সী সোহান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোহান গাবতলীর বাইগুনি গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক এনে বগুড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে বনানী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সোহান স্বীকার করেন, তিনি ৮টি পুঁটলিতে ৫০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা গিলে পেটে নিয়ে এসেছিলেন। পরে মোহাম্মদ আলী হাসপাতালে এক্সরে করা হলে পেটের ভেতরে ইয়াবা থাকার প্রমাণ মেলে। চিকিৎসকের সহায়তায় তিনটি পুঁটলি থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বর্তমানে সোহানকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকি ইয়াবাগুলো বের করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *