১০ দিনে একের পর এক গণপিটুনি, নিহত ৯

আগস্ট মাসের প্রথম ১০ দিনে দেশে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে। সংবাদপত্রের তথ্য অনুযায়ী, এই সময়ে অন্তত ১৩টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যার মধ্যে ৯ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএফএস) পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত দেশে গণপিটুনিতে ৭৮ জন নিহত হন। আগস্টের প্রথম ১০ দিনের ঘটনাগুলি যোগ করলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ জনে, আর আহত হয়েছেন ২৬৬ জন।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত অন্তত ১১১ জন মানুষ “মব সন্ত্রাস” বা উচ্ছৃঙ্খল জনতার পিটুনিতে নিহত হয়েছেন।

সর্বশেষ ৯ আগস্ট রংপুরে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়। একই দিন মাদারীপুরে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনির শিকার করা হয়, যার মধ্যে একজনের চোখ তুলে ফেলার চেষ্টা হয়।

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিহতরা হলেন রূপলাল দাস ও প্রদীপ দাস, যাঁরা জামাই-শ্বশুর ছিলেন। নিহতদের পরিবার জানায়, রূপলাল তাঁর ভাগনি জামাইকে বাড়ি নিয়ে আসতে গিয়েছিলেন, কিন্তু ভ্যানচোর সন্দেহে তাঁদের হত্যা করা হয়। নিহত রূপলাল দাসের মা জানায়, তাঁর ছেলে চোর ছিলেন না, তিনি জুতা সেলাই করে সংসার চালাতেন।

জুলাই মাসে গণ-অভ্যুত্থানের পর পুলিশি কার্যক্রমের দুর্বলতা এবং চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধের বৃদ্ধি মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি এবং এই ধরনের অপরাধে বিচার না হওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *