জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই সনদে সরকারকে একটুও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “গত এক বছর আমরা ছাড় দিয়েছি, কিন্তু এখন আর কোনো ছাড় হবে না। জুলাই সনদে এক শতাংশও ছাড় দেওয়া হবে না।”
আজ মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, “গণতন্ত্র নিশ্চিত করতে এবং স্বৈরাচারী শাসন প্রতিরোধে যে মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।”
এনসিপির আহ্বায়ক আরও বলেন, “আমরা দেখেছি, ৭২ পরবর্তী বাংলাদেশে কীভাবে লুটপাট হয়েছে এবং গণতন্ত্র হত্যা করা হয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। এখন ২০২৪ সালের গণ-অভ্যুত্থান প্রজন্মকে প্রতারিত করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের শক্তি এখনও রাজপথে রয়েছে, এবং যারা সমীকরণ এখনই মিলাচ্ছে, তারা ভুল পথে হাঁটছে। আমরা নির্বাচন চাই, তবে পরিবর্তনও চাই। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য বজায় রাখা।”
নাহিদ ইসলাম আরও বলেন, “পূর্বে আমরা ছাড় দিয়ে চলেছি, কিন্তু এখন আর ছাড় দেওয়া হবে না। আমরা এবার আমাদের দাবিগুলো আদায় করব। সরকারকে শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে, তা না হলে ক্ষমতায় আসা যাবে না।”