লক্ষ্মীপুরের সদর উপজেলায় সেনাবাহিনী একনলা বন্দুক ও নগদ টাকা উদ্ধার করে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে। রোববার (১০ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটক ফরিদ উদ্দিন পালের হাট এলাকার মৃত আবুল কালামের ছেলে এবং সন্ত্রাসী ফরিদ বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে সেনাবাহিনী জানায়।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরিদের বাড়ি তল্লাশি করে একটি একনলা বন্দুক ও ১ লাখ ৫ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। আটক আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় পুলিশকে হস্তান্তর করা হবে।