নেতাকর্মীদের উদ্দেশে জরুরি বার্তা দিল ছাত্রদল

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শালীনতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১০ আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিবৃতিতে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে মতপ্রকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই এ মাধ্যম ব্যবহারকালে ছাত্রদল নেতাকর্মীদের দায়িত্বশীল, সহনশীল ও শ্রদ্ধাশীল আচরণ নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, গণতন্ত্রে বিশ্বাসী একটি সংগঠন হিসেবে ছাত্রদল সব মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল আচরণে বিশ্বাস করে। নারীদের প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান ও মূল্যবোধ রক্ষার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় বিবৃতিতে। বলা হয়, সংগঠনের মূলনীতি পরিপন্থী কোনো আচরণ করলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নারীর রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহিত করার কথা জানিয়ে ছাত্রদল উল্লেখ করে, তারা সব সময় নারীদের প্রতি শ্রদ্ধাশীল। মুসলিম নারীদের পর্দা পালনের অধিকারকে সম্মান জানিয়ে সংগঠনটি জানায়, সেক্যুলারিজমের নামে এ অধিকারের ওপর চাপ প্রয়োগের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারে বিনয়, পরিশীলতা, সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয় ছাত্রদলের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *