বোর্ডের বিরুদ্ধে চট্টগ্রামে ফেল থেকে পাস করেছে ৬৪ শিক্ষার্থী

রোববার (১০ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এবার পুনঃনিরীক্ষণের জন্য ৩২ হাজার ৩০৭ শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ১,৬৬৯ জনের ফল পরিবর্তন হয়েছে। মোট উত্তরপত্রের ১,৭৪২টি ফলাফল পুনঃনিরীক্ষণে পরিবর্তিত হয়েছে এবং ৬৪৬ জনের জিপিএ বাড়িয়েছে।

গত ১০ জুলাই ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭২.০৭ শতাংশ। এবারের পরীক্ষায় চট্টগ্রামের ২১৯ কেন্দ্রে ১ হাজার ১৬৪টি স্কুলের মোট ১ লাখ ৪০ হাজার ৩৮৮ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭৮ হাজার ৭২৫ জন ছাত্রী এবং ৬১ হাজার ৬৬৩ জন ছাত্র রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *