২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রথমবার অকৃতকার্য থেকে চ্যালেঞ্জ করা ৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ জন এবং অকৃতকার্য থেকে পাস করেছেন ২৯৩ জন। পুনঃনিরীক্ষণের ফল আজ দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে প্রকাশিত হয়েছে।
এছাড়া, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, কুমিল্লা www.comillaboard.gov.bd, চট্টগ্রাম www.bise-ctg.gov.bd, রাজশাহী www.rajshahiboard.gov.bd, যশোর www.jessoreboard.gov.bd, বরিশাল www.barisalboard.gov.bd, সিলেট www.sylhetboard.gov.bd, দিনাজপুর www.dinajpureducationboard.gov.bd, ময়মনসিংহ www.mymensingheducationboard.gov.bd, মাদ্রাসা বোর্ড www.bmeb.gov.bd এবং কারিগরি বোর্ড www.bteb.gov.bd ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।
এবার ৯২,৮৬৩ জন পরীক্ষার্থী মোট ২,২৩,৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন করেছেন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
ফলাফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। পরীক্ষার্থীদের মোবাইলে এসএসসি লিখে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের আলাদা প্রি-রেজিস্ট্রেশন পদ্ধতিতে ফলাফল জানানো হবে।